শীতকালে মুখের শুষ্কতা দূর করার ৭টি ঘরোয়া উপায় (ত্বক থাকবে ময়েশ্চারাইজ ও উজ্জ্বল)

শীতকালে মুখের শুষ্কতা দূর করার ৭টি ঘরোয়া উপায় (ত্বক থাকবে ময়েশ্চারাইজ ও উজ্জ্বল)

শীতকাল মানেই আমাদের দেশের সৌন্দর্যে ভরপুর সময়, এই সময় আমাদের সৌন্দর্য যেন আরও উপভোগ্য হয়ে ওঠে। সকালের কুয়াশা, নরম রোদ, সাথে পিঠা-পুলির মৌসুম, বিয়েবাড়ির অনেক অনেক দাওয়াত সব কিছু মিলিয়ে শীতকাল আনন্দের একটি সময়। তবে এই আনন্দের পাশাপাশি ত্বকের জন্য কিছু নতুন সমস্যারও শুরু হয়। শীতের সবচেয়ে সাধারণ সমস্যা হলো ত্বকের শুষ্কতা। তাই অনেকেই শীতকালে মুখের শুষ্কতা দূর করার ঘরোয়া উপায় খুঁজে থাকেন এবং শীতকালে ত্বকের যত্ন বাড়িয়ে দেন।

শীতে আমাদের ত্বক খুব দ্রুত আর্দ্রতা হারায়, ফলে ত্বক হয়ে পড়ে, খসখসে লাগে, আবার অনেকের ক্ষেত্রে শুষ্কতার কারণে ত্বকে জ্বালা অনুভূত হয়। যাদের ড্রাই স্কিন তাদের সমস্যা আরও বেশি তীব্র, এজন্য তাদের নিয়মিত শীতকালে মুখের শুষ্কতা দূর করার ঘরোয়া উপায় ব্যবহার করতে হয়।

আমাদের আজকের ব্লগ শীতে এই সমস্যা সমাধান নিয়েই, আমাদের আজকের জানানো ঘরোয়া উপায়গুলো আপনার মুখকে রাখবে – নরম, উজ্জ্বল, হাইড্রেটেড, সাথে স্বাস্থ্যকর। আমাদের আজকের ব্লগে থাকছে শীতে শুষ্ক ত্বকের কারণ, যত্নের টিপস সাথে কিছু স্কিনকেয়ার প্রোডাক্ট সাজেশন, যা কার্যকর ড্রাই স্কিন কেয়ার টিপস হিসেবে কাজ করবে।

শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় কেন?

শীতে শুষ্কতা কেবল মাত্র বাহিরের থেকে নয়, ত্বকের ভেতর থেকে শুরু হয়। শীতে ত্বক শুষ্ক হবার পিছনে কয়েকটি প্রধান কারণ –

১) বাতাসে আর্দ্রতা কমে যাওয়া

শীতে বাতাসে আর্দ্রতা অনেকাংশে কমে যায়, humidity বা আর্দ্রতা কম থাকলে ত্বক স্বাভাবিকভাবে অনেক পানি হারাতে থাকে। এর ফলে আমাদের ত্বকের উপরের স্তর ডিহাইড্রেটেড হয়ে রুক্ষ এবং খসখসে লাগে। মাঝে মাঝে এমনকি অতিরিক্ত শুষ্কতা কারণে মুখের ত্বকও উঠে আসতে পারে। তাই এই সময়ে ঘরোয়া উপায়ে স্কিন সফট রাখার পদ্ধতি চেষ্টা করলে বেশ উপকার পাওয়া যায়।

২) ত্বকের প্রাকৃতিক তেল কমে যাওয়া

আমাদের ত্বক স্বাভাবিকভাবে তেল বা সিবাম (Sebum) তৈরি করে। এটা আমাদের ত্বকের স্কিন ব্যারিয়ার (Skin Barrier) গঠন করে এবং ত্বকের ভেতরের পানি ধরে রাখে।তবে শীতকালে ত্বকের যত্ন না নিলে সিবাম উৎপাদন আরও কমে যায়, যার ফলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়ে।

৩) গরম পানির ব্যবহার

শীতে আমাদের অনেকের গরম পানি দিয়ে প্রতিনিয়ত গোসল করি। গরম পানি আমাদের শরীরেকে আরাম দেয় ঠিকই কিন্তু এটি আমাদের ত্বকের প্রাকৃতিক স্কিন ব্যারিয়ার নষ্ট করে দেয়। 

গরম পানি আমাদের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে যার থেকে ত্বক হয়ে পড়ে রুক্ষ, সেনসিটিভ হয়, এবং ত্বকে লালচে ভাব দেখা দেয়। সঠিকভাবে শীতে মুখের যত্ন না নিলে এই সমস্যা আরও বাড়তে পারে।

৪) ভুল স্কিন কেয়ার রুটিন

আমরা অনেকে শীতে গরম কালের মতো ফোমিং ক্লিনজার ব্যবহার করি, যা আমাদের স্কিন ব্যারিয়ার কে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে। সাথে অ্যালকোহলযুক্ত স্কিনকেয়ার ব্যবহার করলেও কিন্তু তা আমাদের ত্বকের ড্রাইনেস বাড়ায়।

৫) কম পানি পান করা

শীতে স্বাভাবিকভাবে আমাদের তৃষ্ণা কম লাগে, যার ফলে আমরা সাধারণত কম পানি পান করি। এতে আমাদের শরীরে পানি ঘাটতি দেখা দেয় ও স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায়। যা মুখ শুষ্ক হবার অন্যতম কারণ। তাই নিয়মিত পানি পান করাও শীতকালে মুখের শুষ্কতা দূর করার ঘরোয়া উপায় এর অংশ হিসেবে ধরা যায়।

৬) সূর্যের ক্ষতিকারক UV ড্যামেজ

আমাদের সারা বছর সানস্ক্রিন ব্যবহার করা দরকার, আমরা অনেকেই শীতে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলে যাই। কিন্তু রোদের UV ড্যামেজ কিন্তু শীতেও হয়। UV রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে ফেলে যা ব্যারিয়ার দুর্বল করে, যা ত্বককে আরও শুষ্ক করে ফেলে।

শীতকালে মুখের শুষ্কতা দূর করার ৭টি ঘরোয়া উপায়

শীতকালে মুখের শুষ্কতা দূর করার ৭টি ঘরোয়া উপায়

শীতকালে মুখের যত্নে সবচেয়ে ভালো উপায় হলো ঘরোয়া ও সহজলভ্য উপাদান ব্যবহার করা। এগুলো ত্বক দ্রুত হাইড্রেশন জোগায়, ত্বক নরম করে, এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এই অংশে দেয়া প্রতিটি উপায়ই কার্যকর শীতকালে মুখের শুষ্কতা দূর করার ঘরোয়া উপায় হিসেবে কাজ করবে।

 ১) মধু

মধু আমাদের ত্বকের জন্য একদম সোনালি উপাদান, এতে থাকা প্রাকৃতিক আর্দ্রতা রোধক বাতাস থেকে পানি শোষণ করে তা ত্বকে ধরে রাখে। মধু আমাদের ত্বকে শুষ্কতা কমায়, রুক্ষভাব দূর করে ত্বককে করে নরম ও উজ্জ্বল করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে বয়সের ছাপ থেকে রক্ষা করে।

মধুর ব্যবহার –

  • মুখে কাঁচা মধু পাতলা করে লাগিয়ে নিন
  • ১৫ থেকে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন
  • এই প্রক্রিয়াটি সপ্তাহে ৩ থেকে ৪ বার করুন
  • এটি অত্যন্ত কার্যকর ঘরোয়া উপায়ে স্কিন সফট রাখার পদ্ধতি।

২) দই + মধু ফেসপ্যাক

দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মৃত কোষ দূর করে, মুখকে উজ্জ্বল করে। এই ফেসপ্যাক আমাদের ত্বকের হাইড্রেশন বৃদ্ধি করে।

দই + মধু ফেসপ্যাক ব্যবহার

  • ১ চামচ দই এর সাথে ১ চামচ মধু নিন
  • ভালোভাবে মিশিয়ে মুখে লাগান
  • ১৫ থেকে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন

৩) অ্যালোভেরা

অ্যাালোভেরা আমাদের ত্বকের জ্বালাপোড়া কমায়, ত্বকের লালচে ভাব দূর করে এবং হাইড্রেশন বাড়ায়। অ্যাালোভেরা সেনসিটিভ ত্বকের জন্য খুবই ভালো একটি উপাদান। এবং শীতের জন্য দুর্দান্ত একটি ড্রাই স্কিন কেয়ার টিপস।

অ্যালোভেরা ব্যবহার

  • নতুন একটি অ্যাালোভেরা থেকে জেল বের করে নিন
  • জেলটি মুখে লাগান
  • ১৫ থেকে ২০ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন

৪) দুধ

দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের রুক্ষভাব দূর করে, ত্বককে গভীরভাবে হাইড্রেশন জোগায় সাথে একটি উজ্জ্বল ভাব নিয়ে আসে।

দুধ ত্বকে কীভাবে ব্যবহার করবেন –

  • কাঁচা দুধ তুলায় নিন
  • মুখে ভালোভাবে লাগান
  • ১০ মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলুন

৫) কলা + মধু

কলা পটাসিয়াম দিয়ে ভরপুর একটি উপাদান। এটি স্কিনকে গভীরভাবে ময়েশ্চার করে সাথে ত্বকে একটা মসৃণ একটা অনুভূতি দেয়।

কলা + মধু ত্বকের যত্নে ব্যবহার –

  • একটি আধা-পাকা কলা চটকে নিন
  • সাথে ১ চামচ মধু মিশিয়ে নিন
  • মিশ্রণটি মুখে লাগান
  • ১৫ থেকে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন

৬) নারকেল তেল

নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাাসিড, আমাদের স্কিন ব্যারিয়ার ঠিক করে সাথে ত্বকের শুষ্কভাব দূর করে। শীতে এটি অন্যতম কার্যকর শীতে মুখের যত্ন

নারকেল তেল ত্বকের ব্যবহার –

  • ঘুমানোর আগে মুখে খুবই অল্প করে লাগান
  • তৈলাক্ত ত্বক হলে কম ব্যবহার করুন

৭) অলিভ অয়েল + অ্যালোভেরা

অলিভ অয়েল আমাদের ত্বকে পুষ্টি জোগায়, আর অ্যাালোভেরা ত্বকের জ্বালাপোড়া কমায়।

অলিভ অয়েল + অ্যালোভেরা ব্যবহার –

  • ১ চামচ অলিভ অয়েল এর সাথে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন
  • মিক্সটি ত্বক লাগান
  • রাতভর রাখুন
  • সকালে ধুয়ে ফেলুন

অতিরিক্ত টিপস: শীতে মুখের যত্ন নেওয়ার সহজ উপায়

শীতে শুধু ফেস মাস্ক ব্যবহার করলেই হবে না সাথে জীবনযাপন এবং কিছু অভ্যাস ও মেনে চলা দরকার। এগুলো খুবই কার্যকর শীতকালে ত্বকের যত্ন

১) গরম পানি এড়িয়ে চলুন

গরম পানি ব্যবহার আমাদের ত্বকের প্রাকৃতিক তেল কে ধুয়ে ফেলে যা শুষ্কতা বাড়ায়। তাই গোসল করার জন্য হালকা কুসুম পানি ব্যবহার করুন

২) ময়েশ্চারাইজার দিনে অন্তত ২ বার

ফেসওয়াশ করার পর, অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন, এটি আমাদের ত্বকে ময়েশ্চার ধরে রাখে। চেষ্টা করুন হায়ালুরনিক বা সেরামাইড যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করার।

৩) অবশ্যই সানস্ক্রিন ব্যবহার

শীতে রোদ নরম লাগলেও UV রশ্মি কিন্তু থেমে থাকে না। তাই শীতেও সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক।

৪) পর্যাপ্ত পানি পান করুন

দৈনিক ৬ থেকে ৮ গ্লাস পানি পান করুন, এটি আমাদের স্কিনকে হাইড্রেড রাখে। পর্যাপ্ত পরিমাণে পানি পান আমাদের ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে।

৫) রাতে মাস্ক ব্যবহার

রাতের স্কিনকেয়ার প্রোডাক্ট আমাদের ত্বকের জন্য অনেক ভালো কাজ করে। তাই রাত্রে ঘুমোতে যাবার আগে মাস্ক ব্যবহার করুন।

কোন স্কিন টাইপে কোন উপায় কাজ করবে ভালোভাবে?

কোন স্কিন টাইপে কোন উপায় কাজ করবে ভালোভাবে

সব ঘরোয়া উপায় সব স্কিনটাইপের জন্য কাজ নাও করতে পারে, তাই সঠিকটি নির্বাচন করা জরুরি।

ড্রাই স্কিনের জন্য বেস্ট ঘরোয়া উপাদান 

  • নারকেল তেল
  • দই ও মধুর প্যাক
  • কাঁচা দুধ
  • কলা মাস্ক

 এগুলো দুর্দান্ত ড্রাই স্কিন কেয়ার টিপস।

অয়েলি স্কিনের জন্য বেস্ট ঘরোয়া উপাদান

  • অ্যাালোভেরা জেল
  • মধু
  • কলার মাস্ক

এগুলো আমাদের ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং হাইড্রেশন জোগায়।

মিশ্র স্কিনের জন্য বেস্ট ঘরোয়া উপাদান

মিশ্র ত্বকের জন্য টি-জোনে (T-zone) অ্যাালোভেরা ব্যবহার করুন, আর চোয়াল-এর জন্য মধু এবং দুধ ব্যবহার করুন। এগুলো আমাদের ত্বককে ব্যালেন্স রাখে।

সেনসিটিভ স্কিনের জন্য বেস্ট ঘরোয়া উপাদান

  • অ্যাালোভেরা
  • মধু

এগুলো খুবই জেন্টাল উপাদান ত্বককে জ্বালাপোড়া থেকে বাঁচায়। সেনসিটিভ ত্বক হলে লেবু এবং স্ক্রাব থেকে বিরত থাকুন।

ঘরোয়া উপায়ের সাথে ব্যবহার করুন এই প্রোডাক্টগুলো

ঘরোয়া উপায়ে করা পদ্ধতি ভালো তবে সঠিক স্কিন প্রোডাক্ট ব্যবহার করলে ফল আরও দ্রুত দেখা যায়। এসব প্রোডাক্ট শীতকালে ত্বকের যত্ন আরও বেশি কার্যকর করে।

ঘরোয়া উপায়ের সাথে ব্যবহার করুন এই প্রোডাক্টগুলো

১) জেন্টাল ক্লিনজার (Gentle Cleanser)

যা ত্বকের স্কিন ব্যারিয়ার নষ্ট না করে পরিষ্কার করবে। চেষ্টা করুন ফোম নয় ক্রিম টেক্সচার এর ক্লিনজার ব্যবহার করুন। 

২) হাইড্রেটিং টোনার (Hydrating Toner)

শীতে আমাদের ত্বকে পানির ঘাটতি হয়, এই সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন টোনার। টোনার আমাদের ত্বকে হাইড্রেশন জোগায় যা ত্বককে নরম রাখতে সাহায্য করে।

৩) ডিপ ময়েশ্চারাইজার (Deep Moisturizer)

শীতে আমাদের অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার, বরং শীতে বেশি ব্যবহার করা উচিত। কেননা শীতে ত্বক আর্দ্রতা হারায় এবং তা ধরে রাখতে একটি ভালো ময়েশ্চারাইজার দরকার। চেষ্টা করুন সিরামাইড, স্কোয়ালিন, ও হাইয়ালুরোনিক অ্যাাসিড সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করতে।

৪) সানস্ক্রিন (Sunscreen)

সানস্ক্রিন বাদ দেয়ার কোনো বিকল্প নেই, সানস্ক্রিন শীতেও বাদ দেয়া যাবে না। বাহিরের বের হবার ১৫ থেকে ২০ মিনিট পূর্বে সানস্ক্রিন লাগান। চেষ্টা করুন SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করার।

৫) ফেসিয়াল অয়েল (Facial Oil)

ফেসিয়াল অয়েল হলো তেল-ভিত্তিক একটি স্কিন কেয়ার পণ্য যা ত্বককে আর্দ্র রাখতে, পুষ্টি যোগাতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি বিভিন্ন উদ্ভিজ্জ তেল এবং এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি হয় এবং ছিদ্র বন্ধ করে না, তাই সব ধরনের ত্বকের জন্য ব্যবহার করা যেতে পারে। 

উপসংহার

শীতকালে ত্বকের শুষ্কতা একটি খুবই সাধারণ সমস্যা, তবে সঠিক যত্ন নিলে এটি মোটেও বড় চ্যালেঞ্জ নয়। উপরে লেখা ঘরোয়া উপায় গুলো তৈরি করে আপনার ত্বককে রাখতে পারেন সুস্থ এবং প্রাণবন্ত। মনে রাখবেন সুস্থ ওয়ক আমাদের সৌন্দর্যের প্রথম ধাপ, এসকল যত্নে আপনার ত্বক থাকবে নরম এবং উজ্জ্বল। নিয়মিত শীতকালে মুখের শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়, ড্রাই স্কিন কেয়ার টিপস, এবং ঘরোয়া উপায়ে স্কিন সফট রাখার পদ্ধতি অনুসরণ করলে শীতেও আপনার ত্বক থাকবে নরম এবং উজ্জ্বল।

FAQ

শীতে মুখ শুষ্ক হয়ে যায় কেন?

শীতে বাতাসে আর্দ্রতা কমে যায়, গরম পানি ব্যবহার ও স্কিন ব্যারিয়ার দুর্বল হওয়ার কারণে মুখ শুষ্ক হয়ে যায়।

ড্রাই স্কিনে কোন ঘরোয়া উপায় সবচেয়ে ভালো?

মধু, দই, কাঁচা দুধ, কলা-মধুর মাস্ক ও অ্যালোভেরা ড্রাই স্কিনের জন্য সবচেয়ে কার্যকর।

শীতে কোন স্কিনকেয়ার রুটিন ফলো করা উচিত?

জেন্টাল ক্লিনজার, হাইড্রেটিং টোনার, সিরামাইড বা স্কোয়ালিন ময়েশ্চারাইজার এবং SPF 30+ সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

অয়েলি স্কিনে কোন ঘরোয়া উপায় কাজ করে?

অ্যালোভেরা, মধু ও হালকা কলার মাস্ক অয়েলি স্কিনের জন্য উপযোগী।

Index