১৫টি সেরা মেকআপ প্রোডাক্টস

15 makup products for glowing

একটি নিখুঁত মেকআপ লুক কিন্তু শুধুমাত্র আমাদের দক্ষতা ও কৌশল- এর উপরে নির্ভর করে না। সুন্দর মেকআপ এর জন্য চাই সঠিক প্রোডাক্ট ও তার ব্যবহার। আমরা অনেকেই মনে করি, প্রচুর মেকআপ আইটেম ব্যবহারের মাধ্যমে একটা ভালো লুক পাওয়া যাবে, যা একদমই ভুল। 

আসল সত্য হলো কিছু নির্দিষ্ট বেসিক আইটেম থাকলেই আপনার মেকআপ ব্যাগ হবে পূর্ণাঙ্গ। আপনি যদি একজন মেকআপ প্রেমী মেয়ে হয়ে থাকেন তাহলে আমাদের আজকের ব্লগে আপনি সেই মেকাপ প্রোডাক্ট সম্বন্ধে ধারণা পাবেন। 

প্রতিদিনের জন্য জরুরি ১৫টি মেকআপ আইটেম

সুন্দর ও আত্মবিশ্বাসী লুক থাকার জন্য শুধু ভালো পোশাকই নয়, সঠিক মেকআপ আইটেমও সমান গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের অফিস, ইউনিভার্সিটি বা যে কোনো ক্যাজুয়াল আউটিং এর জন্য বিউটি ব্যাগে সঠিক প্রোডাক্টস রাখা দরকার। এ হলো সেই ১৫টি অপরিহার্য মেকআপ প্রোডাক্ট যা প্রতিটি মেয়ের বিউটি ব্যাগে থাকা জরুরি – 

১) ময়েশ্চারাইজার

 

15 makup products for glowing

 

যেকোনো মেকআপ করার পূর্বে ত্বককে প্রস্তুত করার জন্য ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ ধাপ।

যদি মেকআপ করার আগে ত্বক শুকনো থাকে তবে ফাউন্ডেশন বা কনসিলার কখনোই সুন্দরভাবে বসবে না। একটি ভালো ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ড্রাইনেস কমায় এবং মেকআপকে আরও ফ্ললেস করে তোলে। 

দিনের বেলা ব্যবহারের জন্য একটি হালকা বা লাইটওয়েট ময়েশ্চারাইজার, আর রাতের জন্য ভালো ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ ময়েশ্চারাইজার, যা আপনার ত্বককে রাখবে নরম, মসৃণ এবং হাইড্রেটেড।

২) প্রাইমার

প্রাইমার আমাদের মেকআপ করার প্রধান ভিত্তির মতো। প্রাইমার আমাদের ত্বকের ছোট বড় পোরস অদৃশ্য করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ফাউন্ডেশনের জন্য মসৃণ একটি বেস তৈরি করে। যদি আপনার ত্বক অনেক বেশি তেলতেলে হয়ে থাকে তাহলে ম্যাটিফাইং প্রাইমার, আর শুষ্ক হলে হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করুন। সঠিক প্রাইমার ব্যবহার করলে আপনার মেকআপ অনেকক্ষণ টিকিয়ে রাখবে।

৩) ফাউন্ডেশন

ফাউন্ডেশন আমাদের ত্বকের রঙকে সমান করতে সবচেয়ে বেশি সাহায্য করে। এটি আমাদের ত্বকের ব্লেমিস (blemish) এবং অসম টোন ( uneven tone ) ঢেকে দেয় এবং মুখে একটা ইউনিফর্ম লুক দেয়। ফাউন্ডেশন বেছে নেবার সময় নিজের স্কিন টাইপ (অয়েলি, ড্রাই বা কম্বিনেশন) এবং undertone (warm, cool বা neutral) বুঝে শেড নির্বাচন করা উচিত। সঠিক শেড ব্যবহার করলে আপনার মেকআপ হবে প্রাকৃতিক ও উজ্জ্বল।

৪) কনসিলার

চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল, ফুসকুড়ি বা পুরোনো দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। এটি ফাউন্ডেশনের পরে ব্যবহার করলে মেকআপ এর কভারেজ আরও নিখুঁত হয়। চোখের নিচের ত্বকের অংশ একটি শেড এর হালকা কনসিলার ব্যবহার করতে হয়। কনসিলার ব্যবহারের মাধ্যমে চোখের ক্লান্তি দূর করা সম্ভব, সাথে মুখকে আরও ফ্রেশ দেখায়। আবার ব্রণ বা দাগ ঢাকতে ফাউন্ডেশনের কাছাকাছি শেড ব্যবহার করলে তা প্রাকৃতিকভাবে কভার হবে।

৫) আইশ্যাডো প্যালেট

 

15 makup products for glowing

 

চোখের মেকআপ আমাদের সম্পূর্ণ লুককে পরিবর্তন করে দিতে পারে। এটি ভালো আইশ্যাডো প্যালেট সাধারণত নরমাল লুক থেকে শেড পর্যন্ত থাকে। যা ব্যবহার করে আপনি দৈনিক অফিসের লুক থেকে শুরু করে গ্লেমোরাস পার্টি লুক পর্যন্ত তৈরি করতে পারে। দিনের মেকআপ লুকের জন্য ম্যাট শেড এবং স্পেশাল কোনো অনুষ্ঠানের জন্য গ্ল্যাম লুক পাওয়া সম্ভব।

৬) আইলাইনার

আইলাইনার আমাদের চোখের সৌন্দর্য বাড়াতে খুব বড়ভাবে কাজ করে। এটি আমাদের চোখের আকারকে অনেক শার্প করে তোলে। আইলাইনার এর মাধ্যমে হরেক রকম লুক আনা সম্ভব, পাতলা লাইন টেনে ক্লাসিক একটা লুক, আবার ড্রামাটিক এর জন্যও রয়েছে আইলাইনার। একটু একটু করে প্র্যাকটিস করলে লিকুইড বা জেল আইলাইনার দিয়ে একটা নিখুঁত ফিনিশ আনা যায়।

৭) মাসকারা

আপনার চোখের পাপড়ি কে আরও বড় ও বোল্ড করার জন্য মাসকারা সবচেয়ে ভালো বন্ধু। আপনার চোখের পাপড়ি যদি ফ্ল্যাট বা ছোট হয়, তাহলে মাসকারাতেই এটার সমাধান। মাসকারা চোখের পাপড়িকে লম্বা ও ঘন করার সাথে সাথে, চোখকে আরও বড় এবং উজ্জ্বল করতে তুলতে সাহায্য করে। চেষ্টা করুন এমন মাসকারা ব্যবহার করতে যা পানি লাগলেও সরে যাবে না। 

৮) কাজল

কাজল মেয়েদের একটা আবেগের নাম, বাঙ্গালি মেয়েদের ব্যাগে কাজল থাকবে না এটা প্রায় অসম্ভব। কাজল বাঙ্গালি মেয়েদের সাজের সঙ্গী যুগ যুগ ধরে। কাজল আমাদের চোখে খুব দ্রুত একটা ডেফিনেশন লুক দেয়। কাজল পাতলা ভাবে ব্যবহার করলে ন্যাচারাল লুক পাওয়া যায়, আর ঘন করে দিলে আপনার লুক হবে বোল্ড এবং স্মোকি।

৯) আইব্রো পেনসিল

চোখের ব্রু আমাদের পুরো মেকআপ লুককে ফ্রেম করে। আমাদের দৈনন্দিন দিনের মেকআপ লুকের জন্য আইব্রো পেনসিল খুবই জরুরী একটি আইটেম। এটি ভালো আইব্রো পেনসিল ব্যবহার করে খালি জায়গা পূরণ করা যায়, সাথে ভ্রুতে সুন্দর শেপ আনা যায়। আইব্রো পেনসিল আমাদের মেকআপ লুককে আরও বেশি ডিফাইন্ড করে। ন্যাচারাল লুকের জন্য হালকা স্ট্রোক পেনসিল বেছে নিন।

১০) লিপস্টিক

লিপস্টিক ছাড়া মেকআপ করা একেবারেই অসম্ভব। আমাদের মেকআপ এর জন্য ঠোঁটের রঙ খুবই বড় ভূমিকা পালন করে। লিপস্টিক আমাদের ঠোঁটে রং যোগ করে এবং পুরো লুককে আপলিফট করে। নিত্যদিনের মেকআপ করার জন্য আপনার ব্যাগে অবশ্যই লিপস্টিক থাকা উচিত।  লিপস্টিক এর শেড রাখতে পারেন কয়েকটি, যেমন একটি নুড লিপস্টিক, একটি লাল, সাথে একটি হালকা পিঙ্ক, মূলত এই তিন শেড যেকোন অনুষ্ঠান বা লুকের সাথে ভালো লাগে। পরিস্থিতি অনুযায়ী এই তিনটি শেডেই আপনার মেকআপ নিখুঁত হয়ে উঠবে।

১১) কমপ্যাক্ট/প্রেসড পাউডার

ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহারের পর ত্বকে অতিরিক্ত তেল বা উজ্জ্বলতা (shine) কমানোর জন্য কমপ্যাক্ট বা প্রেসড পাউডার অত্যন্ত কার্যকর। এটি মেকআপকে আরও বেশিক্ষণ ধরে রাখে সাথে একটি স্মুথ ও ম্যাট ফিনিশ তৈরি করে। বাইরে বের হলে ব্যাগে একটি ছোট কমপ্যাক্ট রাখলে যেকোনো সময় ত্বকের তেলতেলে ভাব দূর করে ফ্রেশ লুক ফিরিয়ে আনা যায়।

১২) বিবি ক্রিম ও সিসি ক্রিম

বিবি ক্রিম ও সিসি ক্রিম স্কিনকেয়ার ও মেকআপ, দুই কাজেই সাহায্য করে। বিবি ক্রিম আমাদের মেকআপ লুকে হালকা কাভারেজ দেয়, ত্বকের ছোটোখাটো দাগ ঢেকে দেয়। স্কিনকে ময়েশ্চারাইজ করার সাথে সাথে হালকা ফাউন্ডেশনের মতো কাজ করে।

অন্যদিকে সিসি ক্রিম ত্বকের লালচে ভাব, ডার্ক স্পট বা অসমান স্কিন টোন সমান করে দেয়। এটি BB ক্রিমের চেয়ে একটু বেশি কারেকশন দেয়।

১৩) মেকআপ ব্রাশ 

নিখুঁত মেকআপ এর জন্য সঠিক টুলস ব্যবহার করা দরকার। প্রতিটি মেয়ের বিউটি ব্যাগে অবশ্যই মেকআপ ব্রাশ থাকা উচিত। ফাউন্ডেশন ব্লেন্ড করা, আইশ্যাডো অ্যাপ্লাই করা, ব্লাশ অন করা, কিংবা হাইলাইটার ব্যবহার, সব কিছুর জন্য আলাদা আলাদা ব্রাশ থাকে। ভালো মানের ব্রাশ ব্যবহার করলে মেকআপ অনেক সময় টিকে থাকে এবং প্রফেশনাল ফিনিশ পাওয়া যায়।

১৪) মেকআপ ওয়াইপস

মেকআপ এর সাথে সাথে মেকআপ দূর করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। মেকআপ ওয়াইপস হলো দ্রুত মেকআপ পরিষ্কারের জন্য সবচেয়ে সহজ ও সুবিধাজনক উপায়। অফিস থেকে ফিরেই বা রাতে ঘুমানোর আগে কয়েক সেকেন্ডে মেকআপ মুছে ফেলা যায়। 

১৫) কটন বল বা ইয়ারবাড

 

15 makup products for glowing

 

মেকআপের ছোটোখাটো টাচ-আপ বা ভুল শুধরানোর জন্য কটন বল ও ইয়ারবাড অপরিহার্য। অন্যদিকে, কটন বল ব্যবহার করা যায় টোনার লাগাতে, নেইলপলিশ মুছতে কিংবা মেকআপ রিমুভারের সাথে। এগুলো ছোট হলেও মেকআপ রুটিনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ছাড়া নিখুঁত ফিনিশ পাওয়া কঠিন।

উপসংহার

নিখুঁত মেকআপ লুক পাওয়ার জন্য আপনার অনেক অনেক বেশি প্রোডাক্টের দরকার নেই। বরং এই ১৫টি অপরিহার্য মেকআপ আইটেম থাকলেই আপনি প্রতিদিন আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস থাকতে পারবেন। দৈনন্দিন অফিস লুক থেকে শুরু করে পার্টি লুক পর্যন্ত সবকিছু। তাই যদি এখনো আপনার বিউটি ব্যাগে এই প্রোডাক্টগুলো না থাকে, তবে আজই যুক্ত করুন।