ত্বকের যত্নে নিম পাতার ব্যবহার সেই প্রাচীন কাল থেকে। নিম পাতা নানা গুনে ভরপুর একটি প্রাকৃতিক উপাদান। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ত্বকের জন্য খুবই উপকারী। যদি নিম পাতা মুখে দেওয়ার নিয়ম ঠিক মতো জানা থাবে তবে এটি দাগ ছোপ কমানো ও উজ্জ্বলতা বৃদ্ধি তে ভালোভাবে কাজ করে। আমাদের আজকের এই ব্লগে আমরা কথা বলবো নিম পাতার কার্যকারিতা ও নিম পাতার রস মুখে দিলে কি হয় সব বিস্তারিত আলোচনা।
নিম পাতার উপকারিতা ও ত্বকের যত্নে নিম পাতার কার্যকারিতা
নিমপাতা প্রাকৃতিকভাবে আমাদের ত্বকের অনেক সমস্যার সমাধান করে থাকে। এতে থাকা নিম্বিডিন, নিম্বিনিন, এবং ভিটামিন সি-এর মতো উপাদান ত্বককে উজ্জ্বল করে, দাগ ছোপ ও ব্রণ কমাতে সাহায্য করে। নিমপাতা ত্বকের গভীরে প্রবেশ করে জীবাণু ধ্বংস করে ত্বককে করে উজ্জ্বল ও পরিষ্কার। নিম পাতার ব্যবহার এ ত্বকের জ্বালাপোড়া কমায়, অতিরিক্ত তেল উৎপাদন কমায়, ও আপনাকে দেয় একটি শীতল ছোঁয়া।
কীভাবে নিম পাতা ব্যবহার করবেন? নিমপাতা ব্যবহার এর পদ্ধতি
নিম পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ ত্বকের জন্য খুবই উপকারী ও কার্যকরী উপাদান। সঠিক নিয়মে নিমপাতার ব্যবহার আপনার ত্বককে করবে উজ্জ্বল ও মসৃণ।
নিম পাতার পেস্ট তৈরি পদ্ধতি
- ১০ হতে ১৫ টি নিম পাতা নিন সাথে সামান্য পানি নিন
- নিম পাতা ধুয়ে নিন, যতটুকু সম্ভব ধুলো বালি পরিষ্কার করুন
- নিম পাতা ব্লেন্ড করুন বা পেষনিতে পিষে নিন
- পেস্টটি সরাসরি মুখে লাগান
- ১০ – ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন
নিম পাতার রস ব্যবহার ও তৈরি এর নিয়ম
নিম পাতার রস মুখে দিলে কি হয়? নিম পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এর মতো উপাদান থাকায় এর রস ত্বকের জ্বালা পোড়া রোদ করে। ত্বকের জীবাণু সংক্রমণ রোধ করে যার ফলে ব্রণের প্রবণতা কমে।
নিম পাতার রস ব্যবহার এর জন্য যা যা করণীয়
- কয়েকটি সতেজ নিম পাতা নিন ও সাথে ১ কাপ পানি
- নিমপাতা গুলো ভালোভাবে ধুয়ে নিন
- একটি পানি ফুটিয়ে তাতে নিম পাতা দিন ও ৫ হতে ১০ মিনিট ফুটিয়ে নিন
- পাতা ছেঁকে রস বের করুন
- তুলো দিয়ে রস মুখে লাগান
- ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন
নিম পাতার গুঁড়ো দিয়ে ফেসপ্যাক
নিম পাতা শুকিয়ে তার গুঁড়ো বানিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়, সেই গুঁড়ো দীর্ঘমেয়াদে সংরক্ষন করা যায় এবং এর ব্যবহার খুবই সহজ।
নিম পাতার গুঁড়ো তৈরি করবেন যেভাবে
- তাজা নিমপাতা নিন এবং সেগুলো ভালোভাবে ধুয়ে নিন
- একটি শুকনো কাপড় বা কাগজ দিয়ে ভালো করে শুকিয়ে নিন
- ব্লেন্ডার বা পেষণি দিয়ে ভালো ভাবে গুঁড়ো করে নিন
নিম পাতার গুঁড়ো আরও যত ভাবে ব্যবহার করতে পারবেন
- একটি পাত্রে নিম পাতার গুঁড়ো নিন, সাথে গোলাপজল ও মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন
- মুখে লাগান, এবং ১০ – ১৫ মিনিট অপেক্ষা করুন
- প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন
নিমপাতা ব্যবহার এর সঠিক সময় কোনটি?
- সকালে মুখ ধোয়ার সময় নিম পাতার রস ব্যবহার করুন, এতে সারা রাত জমে থাকা তেল ও ময়লা দূর করতে সাহায্য করে।
- সপ্তাহে ২ থেকে ৩ বার নিমপাতার প্যাক ব্যবহার করুন, এটি নিম পাতা দিয়ে ফর্সা হওয়ার উপায় এর অন্যতম একটি দিক।
- রাতের স্কিনকেয়ারেও নিম পাতা ব্যবহার করুন
সতর্কতা এবং পরামর্শ
- প্রথমবার নিম পাতা ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করুন
- ব্যবহারে ত্বকে শুষ্কতা চলে আসলে, অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন
- অতিরিক্ত ব্যবহারে ত্বকের প্রাকৃতিক তেল কমে যেতে পারে, তাই মাত্রাতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকুন।
ত্বক ফর্সা করার উপায় হিসেবে নিম পাতার ব্যবহার অত্যন্ত কার্যকর। তবে নিয়মিত নিম ব্যবহার এর পাশাপাশি ত্বকের যত্ন নেয়া জরুরি। তবে এটাও মেন রাখা দরকার যে, দীর্ঘমেয়াদি উজ্জ্বলতা এবং স্বাস্থ্য এর জন্য ধৈর্য রাখা খুবই গুরুত্বপূর্ণ।