১৫ মার্চ ২০২৫ ইং থেকে বিউটি বুথে শুরু হওয়া র্যাফেল ড্র ক্যাম্পেইন-এ অংশগ্রহণ করার মাধ্যমে আইফোন জেতার সুযোগ পেতে যাচ্ছে গ্রাহক।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় কিছু সংবাদমাধ্যমেও ইতোমধ্যেই এই দারুণ ক্যাম্পেইনের খবর প্রকাশিত হয়েছে! The Bussiness Standard, The Daily Messenger, Dbc News, Jugantor, Bd24live, Sarabangla, Corporate Sangbad, Notun Shomoy, Tech World BD24, Digi Bangla Tech, Tech World BD, Tech Voice24, Saradin News, Tech Zoom, Rupali Bangladesh, Tech Jano, Jagoron Express, Bangla Daily New Nation -এর মতো জনপ্রিয় নিউজ পোর্টালে এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আপনার পছন্দের সকল স্কিনকেয়ার পন্য ক্রয়ের মাধ্যমে জিতে নিতে পারেন ১ম পুরষ্কার আইফোন ১৬ প্রো ম্যাক্স সহ আরও দুর্দান্ত সব পুরষ্কার!
প্রতিটি ১২০০ টাকার কেনাকাটায় আপনি পেয়ে যাবেন একটি র্যাফেল কুপন, বেশি কেনাকাটায় বেশি কুপন। এই র্যাফেল-এ অংশগ্রহণ করার জন্য Beauty Booth ওয়েবসাইট সহ তাদের আউটলেট থেকে পন্য ক্রয় এর মাধ্যমে আপনিও বিজয়ীদের একজন হতে পারেন!