বিউটি বুথ-এ শুরু হতে চলেছে র‍্যাফেল ড্র উৎসব

Aurnab

beauty booth raffle draw

জনপ্রিয় বিউটি এবং স্কিনকেয়ার প্রতিষ্ঠান Beauty Booth Bangladesh নিয়ে এসেছে এক দারুণ সুযোগ! ১৫ মার্চ ২০২৫ইং থেকে শুরু হতে যাচ্ছে Beauty Booth Raffle Draw! যেখানে অংশগ্রহণকারীরা জিততে পারেন iPhone 16 Pro Max, এয়ার কন্ডিশনার, ডিজাইনার ব্যাগ, বিলাসবহুল পারফিউমসহ আরও অনেক পুরস্কার।

১৫ মার্চ ২০২৫ইং থেকে শুরু হওয়া এই বিশেষ র‍্যাফেল ড্র-তে অংশগ্রহণ করতে Beauty Booth থেকে ১২০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডার করলেই একটি র‍্যাফেল কুপন পাবেন। প্রতিটি অর্ডারের জন্য একটি করে কুপন প্রদান করা হবে। একাধিক অর্ডারে একাধিক কুপন পাবেন। গ্রাহকদের কুপন নম্বর Beauty Booth-এর ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং নির্দিষ্ট তারিখে লটারি পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা হবে। সর্বমোট ৪৫ জন বিজয়ীদের নাম Beauty Booth-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

তাই আর দেরি কেন? Beauty Booth ওয়েবসাইট (www.beautybooth.com.bd) বা তাদের রামপুরাস্থ উজ্জ্বল টাওয়ার, হাউজ নং ৩৬২ আউটলেট থেকে আজই পছন্দের পণ্য অর্ডার করুন আর জিতে নিন দুর্দান্ত সব পুরস্কার!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.